ইউএসএআইডির মহাপরিদর্শক বরখাস্ত

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৮:২৩ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডি'র মহাপরিদর্শক পল মার্টিনকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ইউএসএআইডির এক কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে বরখাস্ত করা হয়। ইউএসএআইডির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের, সংস্থাটি নির্মূল করার চেষ্টার সমালোচনা করে তার কার্যালয় একটি প্রতিবেদন প্রকাশের একদিন পরই বরখাস্ত করা হলো পল মার্টিনকে। পল মার্টিন ২০২৩ সালের ডিসেম্বর থেকে সংস্থার মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এই পদের জন্য মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হয়।

আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

নাম প্রকাশ না করার শর্তে ইউএসএআইডির এক কর্মকর্তা বলেন, মার্টিনকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। বরখাস্তের বিষয়টি তাকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়। কিন্তু কোনো কারণ জানানো হয়নি। হোয়াইট হাউজ এ বিষয়ে কোনো মন্তব্যও করেনি। 

সোমবার ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নেয়া পদক্ষেপের কারণে ইউএসএআইডির সক্ষমতা নষ্ট হচ্ছে। ফলে প্রায় ৮ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের অব্যয়িত সাহায্যের তদারকি করতে পারছে না।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর বেশিরভাগ মার্কিন বৈদেশিক সাহায্য স্থগিত করার নির্দেশ দেন ট্রাম্প। ফলে বিশ্বজুড়ে শত শত ইউএসএআইডি প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। মঙ্গলবার ট্রাম্প ইউএসএআইডিকে ‘অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত’ বলে অভিহিত করেন। এছাড়া তিনি বিলিয়নিয়ার ইলন মাস্ককে দায়িত্ব দেন সংস্থাটির আকার ছোট করার।

 যুক্তরাষ্ট্র এই সংস্থাটির মাধ্যমেই বিদেশে তার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এতে কর্মীর সংখ্যা ১০ হাজারের বেশি। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী মাত্র ৬০০ জন বাদে সব কর্মীকে সবেতনে ছুটিতে পাঠানো হয়েছিল বা বরখাস্ত করা হয়েছিল। কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপটি একজন বিচারক আটকে দেন।