স্ত্রীর পরকীয়া ধরতে সন্তান কোলে নিয়ে পার্কে যুবক, অতঃপর...

কয়েক দিন ধরেই স্ত্রীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ করছিলেন এক তরুণ। তিনি দেখছিলেন, স্ত্রী এখন আর সংসারে মন দিচ্ছেন না, এমনকি সন্তানের প্রতিও খেয়াল রাখছেন না ঠিকঠাক। প্রতিদিন এভাবে চলতে থাকায় সন্দেহ জাগে স্বামীর মনে। শেষমেশ তাঁর সন্দেহই সত্যি প্রমাণিত হয়।
স্ত্রী চুপিচুপি প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক পার্কে। স্বামী আগে থেকেই নজর রাখছিলেন তাঁর ওপর। সেই সূত্রে খবর পেয়ে তিনি সন্তানকে কোলে নিয়ে সরাসরি উপস্থিত হন পার্কে এবং হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী ও তার প্রেমিককে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এবং ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
তবে ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি কোথায় বা কবে তোলা হয়েছে, তাও জানা যায়নি।
‘ঘর কা কলেশ’ নামে এক্স প্ল্যাটফর্মের একটি হ্যান্ডল থেকে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণ কোলে শিশুপুত্রকে নিয়ে পার্কে এসেছেন। সেখানে এক সালোয়ার-কামিজ পরা তরুণীর দিকে চিৎকার করছেন তিনি। তরুণের অভিযোগ, স্ত্রী সন্তানকে অবহেলা করছেন এবং সংসারের কোনও দায়িত্বই পালন করছেন না। সব কাজ তাকেই করতে হচ্ছে। স্ত্রী কিছু বলার চেষ্টা করলেও, স্বামী তাতে কান না দিয়ে বলেন, ‘‘আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও।’’
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
তখন স্ত্রীও পাল্টা চিৎকার শুরু করেন। তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন।
এই ভিডিওটি ১০ জুন পোস্ট করা হয় এবং এর মধ্যেই প্রায় ১১ লাখের বেশি বার দেখা হয়েছে। কেউ কেউ ভিডিও দেখে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন, আবার অনেকেই এমন ব্যক্তিগত বিষয় সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন।