অনাহারে মৃত্যু আরও ১৪ জনের
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও তীব্র খাদ্য সংকটে একদিনে কমপক্ষে আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও ক্ষুধার কারণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুই শিশু রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে, যার মধ্যে ৮৮ জন শিশু।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গাজার ২ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দারা ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। মার্চে গাজার উপর ইসরায়েল পূর্ণ অবরোধ আরোপ করে, যা মে মাসে আংশিক শিথিল হয়। তবে এরপর থেকে মানবিক সহায়তা প্রবেশের মাত্রা এতই কম যে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো গণ-অনাহারের ঝুঁকির কথা বারবার সতর্ক করেছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজায় মানুষ এখন ‘মৃতও নয়, জীবিতও নয় – চলন্ত লাশ’ অবস্থায় আছে। তিনি জাতিসংঘের এক সম্মেলনে বলেন, ‘এখন আর শুধু নিন্দা বা ক্ষোভ যথেষ্ট নয়, অবিলম্বে যুদ্ধবিরতি দরকার। তারপরই মানবিক সহায়তা ব্যাপকভাবে পৌঁছানো সম্ভব হবে।’
আরও পড়ুন: গাজা পুরোপুরি দখলে ইসরায়েলের অভিযান শুরু, ২৪ ঘণ্টায় নিহত ১২৩
গত সোমবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘অনেক মানুষ অনাহারে ভুগছে এবং ইসরায়েলের এই পরিস্থিতির জন্য অনেক দায়িত্ব রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা খাদ্য কেন্দ্র স্থাপন করব যেখানে কেউ বাধাগ্রস্ত হবে না এবং যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে মিলিত হয়ে গাজায় খাদ্য ও স্বাস্থ্যসেবা পৌঁছাবে।’