ভারতকে পাক সেনা প্রধানের হুশিয়ার
সিন্ধু নদে বাধ নির্মাণ করলে ক্ষেপণাস্ত্র মেরে উড়িয়ে দেয়া হবে

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা ও ভয়াবহ পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। গত দুই মাসে এটি তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর, যা পাকিস্তান-আমেরিকা ঘনিষ্ঠতার ইঙ্গিত দিলেও, ভারতের সঙ্গে উত্তেজনা আরও বাড়াচ্ছে। সোমবার (১১ আগস্ট) পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন এবং ভারতের দ্য প্রিন্ট পৃথক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় পাকিস্তান-আমেরিকান কমিউনিটির এক অনুষ্ঠানে অংশ নিয়ে আসিম মুনির বলেন, সিন্ধু নদে ভারত বাঁধ নির্মাণ করলে ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন,
আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান
“আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন তারা বাঁধ বানাবে, তখন ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদীর পানি ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।”
এসময় তিনি আরও সতর্ক করে বলেন, “যদি পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়ে, আমরা পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেবো। আমরা পারমাণবিক শক্তিধর দেশ, এবং যদি ধ্বংস হতে হয়, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেকও ধ্বংস হবে।”
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল
প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে। এরপর নয়াদিল্লি ১৯৬০ সালের সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়।
পরে ৬ মে মধ্যরাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালায়। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ শুরু করে। কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।