গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় অন্তত ৬৯ জন নিহত এবং আরও ৩৬২ জন আহত হয়েছেন। সন্ধ্যার পর এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৪৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন। নিহত ও আহতের এই সংখ্যায় শুধুমাত্র হাসপাতালে পৌঁছানো ব্যক্তিদেরই গণনা করা হয়েছে। ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে থাকা বহু মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ও চলমান বোমাবর্ষণের কারণে।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান
গাজায় সামরিক অভিযানের পাশাপাশি খাদ্য ও ত্রাণ প্রবেশ সীমিত করায় সেখানে ভয়াবহ খাদ্য সংকট ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অপুষ্টি ও খাদ্যাভাবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২২ জনের, যার মধ্যে ১০১ জন শিশু। সোমবারও খাদ্য সংকটে একজন শিশুসহ পাঁচজন প্রাণ হারান।
ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ত্রাণ নিতে গিয়ে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৭৭২ জন।
আরও পড়ুন: সিন্ধু নদে বাধ নির্মাণ করলে ক্ষেপণাস্ত্র মেরে উড়িয়ে দেয়া হবে
’২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েলি সেনারা গাজায় অভিযান শুরু করে, যা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলছে। যদিও চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, মার্চে ফের অভিযান শুরু হয়।
জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল একাধিকবার ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগও আনা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।