স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কঠিন হুঁশিয়ারি দিলেন মোদি

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লায় আয়োজিত ঐতিহ্যবাহী জাতীয় দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, “পাকিস্তান থেকে আসা পারমাণবিক হামলার হুমকি ভারত আর সহ্য করবে না।”
এ সময় তিনি আরও বলেন, “ভারত অনেকদিন ধরে সন্ত্রাসবাদ সহ্য করেছে। কিন্তু এখন আর সন্ত্রাস ও সন্ত্রাসীদের পেছনে থাকা কারও সঙ্গে আলাদা আচরণ করা হবে না। ওরা সবাই মানবতার শত্রু।”
আরও পড়ুন: ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের অভিযানে অংশ নেওয়া পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
সম্প্রতি পাকিস্তানি সেনা ও রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে আসা পারমাণবিক হামলার হুমকির প্রেক্ষিতে মোদি বলেন, “এই ব্ল্যাকমেইল বহুদিন ধরে চলছে। এবার আর ভারত এসব মেনে নেবে না। যদি কেউ অপরাধ চালিয়ে যায়, তাহলে আমাদের সেনারা ঠিক করবে পরবর্তী পদক্ষেপ কী হবে।”
ভাষণের আরেক গুরুত্বপূর্ণ অংশে মোদি বলেন, “ভারতের পানি শত্রুর জমি সেচে ব্যবহার হয়েছে, অথচ আমাদের কৃষকরা খরার মুখে থেকেছেন। পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না।”
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
তিনি স্পষ্ট করে জানান, ভারত এখন সিন্ধু পানিচুক্তিতে আর সম্মত নয়। “ভারতীয় কৃষকদের তাদের প্রাপ্য পানি ফিরিয়ে দিতে হবে,” বলেন প্রধানমন্ত্রী।
সন্ত্রাসবাদ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত দীর্ঘ সময় ধরে সন্ত্রাস সহ্য করেছে। কিন্তু এবার মানবতার শত্রুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সন্ত্রাস চালালে কড়া জবাব দেওয়া হবে, সেটা কেউ যেন ভুলে না যায়।”
মোদি বারবার উল্লেখ করেন, ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে কেউ আপস আশা করলে তারা ভুল করছে। “এখনকার ভারত আগের মতো নয়, প্রতিটি হুমকির জবাব এখন মাঠেই দেওয়া হবে,” বলেন তিনি।
সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়তে দেখা গেছে। পাকিস্তানের উচ্চ পর্যায়ের নেতাদের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে একাধিকবার পারমাণবিক হামলার হুমকি আসার পর এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এই প্রথম এত স্পষ্ট ও দৃঢ় প্রতিক্রিয়া এল।