কিয়েভে রুশ হামলায় শিশুসহ ৪ নিহত, বহু ভবন ক্ষতিগ্রস্ত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (২৭ আগস্ট) রাতভর রাশিয়ার হামলা চালানো হয় হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু। এছাড়া আরও ২০ জন আহত হয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কর্মকর্তারা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: একসঙ্গে চারটি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে ইরান: স্পিকার কালিবাফ

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় শহরের বিভিন্ন এলাকায় চারজন প্রাণ হারিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু রয়েছে।ক্ষতিগ্রস্ত ভবন

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, শহরের পূর্ব উপকণ্ঠে দুটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ভবনের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ইরানে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: আরাঘচি

হামলার ফলে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করছে।