কাতারে ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ ট্রাম্প, নেতানিয়াহুর সিদ্ধান্ত বলে দাবি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এ হামলা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একতরফা সিদ্ধান্ত, যা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ করে না।

বুধবার (১০ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম *বিবিসি* এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন: দোহায় হামলার আগে কাতারকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

ট্রাম্প বলেন, “কাতারের মতো একটি ঘনিষ্ঠ মিত্র ও সার্বভৌম রাষ্ট্রে একতরফা বোমাবর্ষণ কোনোভাবেই আমেরিকা বা ইসরায়েলের লক্ষ্যকে এগিয়ে নিতে পারে না। ঘটনাস্থল বেছে নেওয়াও আমার খুব খারাপ লেগেছে।”

মঙ্গলবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে জেনেছিলেন ইসরায়েল দোহায় হামলা চালাচ্ছে, তবে তখন “দুর্ভাগ্যবশত অনেক দেরি হয়ে গিয়েছিল”।

আরও পড়ুন: কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬, লক্ষ্যবস্তু ছিলেন হামাস নেতারা

এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। তবে তারা দাবি করেছে, সংগঠনের শীর্ষ নেতৃত্ব অক্ষত রয়েছে। ইসরায়েলি বাহিনী জানায়, “যথাযথভাবে পরিকল্পিত” এই হামলায় হামাস নেতাদের টার্গেট করা হয়েছিল।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযানে ১৫টি যুদ্ধবিমান অংশ নেয় এবং মাত্র ১০ মিনিটে একাধিক বোমা বর্ষণ করা হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বীকার করেছেন, এ হামলার অনুমোদন তিনি নিজেই দিয়েছেন।

ট্রাম্প অবশ্য এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, “আমি পুরো ব্যাপারটা নিয়ে খুবই অসন্তুষ্ট। এটা আমার নয়, নেতানিয়াহুর সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, গাজাবাসীর দুর্দশা থেকে লাভবান হওয়া হামাসকে নির্মূল করা জরুরি, তবে যুদ্ধ নয়, শান্তিই এখন সবচেয়ে বড় প্রয়োজন।