গাজার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ নিহত বা আহত হয়েছেন বলে স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
হেরজি হালেভি ২০২৩ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি পদত্যাগ করেন। গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলে এক কমিউনিটি মিটিংয়ে তিনি বলেন, গাজার ২২ লাখ মানুষের মধ্যে ২ লাখেরও বেশি নিহত বা আহত হয়েছেন।
আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৪ হাজার ৭১৮ জন নিহত এবং ১ লাখ ৬৩ হাজার ৮৫৯ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ আটকে থাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। শুধু শুক্রবারের হামলায়ই ইসরায়েলি বাহিনী অন্তত ৪০ জনকে হত্যা করেছে।
যদিও ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যকে "হামাসের প্রচারণা" বলে অস্বীকার করেছে, আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার নিশ্চিত করেছে যে এসব তথ্য যথেষ্ট নির্ভরযোগ্য। এছাড়া ফাঁস হওয়া এক ইসরায়েলি সামরিক গোয়েন্দা নথিতে দেখা গেছে, নিহতদের প্রায় ৮০ শতাংশই বেসামরিক মানুষ।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন