যুদ্ধবিরতির ঘণ্টা কয়েক পরই আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টা পরই নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।শুক্রবার (১৭ অক্টোবর) রাতের দিকে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন ও বারমাল জেলায় এই হামলায় অন্তত ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি বাহিনীর এই হামলার পর আফগান সেনারা পাল্টা হামলা শুরু করেছে ফলে সীমান্ত এলাকায় আবারও দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ইউরোপে আরও এক দেশে জনসমক্ষে নিকাব-বোরকা নিষিদ্ধ

আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও ও টেলিভিশন জানিয়েছে, হামলায় নারী ও শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে পাকিস্তানি ড্রোন আবাসিক এলাকায় বোমা নিক্ষেপ করে। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের বিমান হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার

এর আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিশ্লেষকদের মতে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসই নতুন সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে।

এই হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।