খালেদা জিয়ার আসনে এসসিপির প্রার্থী শামসুল মুকতাদির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনাজপুর-৩ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির। এই আসনেই বিএনপি প্রার্থী হিসেবে দল চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
আরও পড়ুন: মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭
এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট মইনুল আলম।
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন—খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী দেবেন না। তবে ঘোষিত তালিকায় শেষ পর্যন্ত ওই আসনেই দলীয় প্রার্থী দেওয়া হলো।
আরও পড়ুন: বিপুল পরিমাণ ঘুষ: চীনে সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর





