নরসিংদীতে শীতার্তদের মাঝে এনসিপির কম্বল বিতরণ

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ও নরসিংদী-১ (সদর) আসনের মনোয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কয়েকশত শীতার্ত মানুষের হাতে তিনি এ কম্বল তুলে দেন। 

আরও পড়ুন: দেশের সংকটে সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে: নৌবাহিনী প্রধান

এসময় তিনি বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জাতীয় নাগরিক পার্টি সর্বদা প্রস্তুত। পরে তিনি ওই এলাকায় নির্বাচনী উঠান বৈঠক ও শাপলা কলি মার্কার প্রচারণা এবং গণসংযোগে অংশ নেন। এসময় তার সাথে    উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মিতু আক্তার, নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব আওলাদ হোসেন জনি, ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ইদ্দিস আলী, মাধবদী থানার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম প্রমূখ।