জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩০, অন্ধকারে ২ হাজার ঘরবাড়ি
জাপানে শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির উত্তরাঞ্চলীয় অঞ্চল। এতে এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পরপরই বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই হাজারেরও বেশি বাড়ি। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে হনশু দ্বীপের আওমোরি জেলার উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়। সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
আরও পড়ুন: মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭
সমুদ্রের গভীরে উৎপত্তি হওয়ায় ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া অধিদপ্তর। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতা প্রত্যাহার করা হয়। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সামনের কয়েক দিন অঞ্চলে আরও কম্পন বা আফটারশক হতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি ভূমিকম্প-পরবর্তী এক বক্তব্যে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরবর্তী কয়েক দিন যেকোনো সময় আবার কম্পন হতে পারে। কম্পন অনুভূত হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখুন। বাড়ির ভেতরের ভারী জিনিসপত্র যাতে পড়ে ক্ষতি না করে, সেদিকেও সতর্ক নজর রাখবেন।
আরও পড়ুন: বিপুল পরিমাণ ঘুষ: চীনে সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা দিতে কাজ করছে দুর্যোগ মোকাবিলা দল।





