ইউক্রেনের সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার সাবমেরিন ক্ষতিগ্রস্ত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউক্রেন সোমবার (১৫ ডিসেম্বর) জানিয়েছে, তাদের সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল নভোরোসিয়েস্ক বন্দরে থাকা কিলো ক্লাসের সাবমেরিন। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ দাবি করেছে, হামলায় সাবমেরিনটি কার্যক্ষমতা হারিয়েছে এবং এতে থাকা চারটি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চারও অকার্যকর হয়ে গেছে।

এসবিইউ বলেছে, ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক ‘বেবি ড্রোন’ ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হলো। ইউক্রেন এই অভিযানকে নৌযুদ্ধের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।

আরও পড়ুন: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত, যুদ্ধাপরাধের সতর্কবার্তা গুতেরেসের

উল্লেখযোগ্য, সাবমেরিনটিতে থাকা লঞ্চারগুলো ব্যবহার করে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো। তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

এর মধ্যে জার্মানির বার্লিনে দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ ও আলোচনার চেষ্টা চলছে। হামলার মাধ্যমে ইউক্রেন মূলত বার্তা দিতে চায় যে, তারা এখনও রাশিয়ার বিশাল সামরিক ক্ষতি করতে সক্ষম।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলা, নিহত অন্তত ১০

ইউক্রেন নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক বলেন, “সামুদ্রিক ড্রোনের মাধ্যমে সাবমেরিনে হামলা চালানো অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং এটি আমাদের নৌযুদ্ধের ইতিহাসে নতুন ধাপ।”

এদিকে, শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়া এবারও ইউক্রেনের বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এছাড়া পূর্বাঞ্চলে আরও ভূখণ্ড দখলের চেষ্টা করছে তারা।

এর আগে ইউক্রেন রাশিয়ার কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে। জবাবে রাশিয়া পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে প্রতিহামলা চালিয়েছে।