পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, পাঁচ সদস্য নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০৯ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার গুরগুরি এলাকায় পুলিশের গাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান জানান, হামলার পরপরই ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন: উদীয়মান প্রযুক্তিকে কেন্দ্র করে সামরিক নীতি পুনর্গঠন করছে ইরান

তিনি আরও জানান, এখন পর্যন্ত হামলার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে হামলায় ক্ষতিগ্রস্ত ও আংশিকভাবে পুড়ে যাওয়া পুলিশের গাড়ি দেখা গেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

আরও পড়ুন: মিসাইল কর্মসূচি নিয়ে কোনো আপস নয়, স্পষ্ট বার্তা ইরানের

এর আগে গত সপ্তাহে লাক্ষি মারওয়াত জেলায় বন্দুকধারীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা ও তার ভাই নিহত হন। চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছিলেন।

এ ছাড়া গত নভেম্বরে খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিন পুলিশ সদস্য প্রাণ হারান।

ক্রমবর্ধমান এসব হামলায় প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।