মিসাইল কর্মসূচি নিয়ে কোনো আপস নয়, স্পষ্ট বার্তা ইরানের
নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা বা আপসের পথে যাবে না ইরান—এমন স্পষ্ট অবস্থান জানিয়েছে দেশটির সরকার। তেহরানের দাবি, এই মিসাইল কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং বিদেশি শক্তির আগ্রাসন ঠেকানোর জন্যই এটি গড়ে তোলা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাকাঈ এ মন্তব্য করেন।
আরও পড়ুন: মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত
তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা জাতীয় নিরাপত্তার অংশ। এটি দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তৈরি করা হয়েছে। তাই এই কর্মসূচি নিয়ে কোনো দেশের সঙ্গে আলোচনা করার প্রশ্নই ওঠে না।
সম্প্রতি ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে। এ মহড়া ঘিরে দখলদার ইসরায়েল উদ্বেগ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের কাছেও শঙ্কার কথা জানিয়েছে। ইসরায়েলের দাবি, মহড়ার আড়ালে ইরান তাদের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে পারে।
আরও পড়ুন: গ্রিসের গাভদোস উপকূলে উদ্ধার ৫৩৯ অভিবাসী, ৪৩৭ জনই বাংলাদেশি
তবে এসব অভিযোগ নাকচ করে দিয়ে ইরান জানায়, তাদের সামরিক মহড়া সম্পূর্ণ অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলের অংশ।
এর আগে গত জুন মাসে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়, যা টানা ১২ দিন স্থায়ী ছিল। ওই সংঘাতে ইরান ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে তেহরান।
ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের মিসাইল ও পারমাণবিক কর্মসূচিকে নিজেদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে আসছে।





