পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে স্থানীয় সময় পাকিস্তানজুড়ে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা কম্পনে কেঁপে ওঠে।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি চীন ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় এবং এর গভীরতা ছিল ১৫৯ কিলোমিটার। কম্পনের সময় সোয়াত, শাংলা ও বুনেরসহ আশপাশের এলাকাগুলোর বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হন।
আরও পড়ুন: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানে বিক্ষোভকারীর মৃত্যু হলে ‘শক্ত প্রতিক্রিয়া’
এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক কারণে পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তান ভূমিকম্প প্রবণ অঞ্চলে পড়ে। ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংযোগ স্থলের কারণে এই এলাকায় প্রায়ই শক্তিশালী কম্পন দেখা দেয়। উল্লেখ্য, গত বছরের অক্টোবরেও এখানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ





