সিটি ব্যাংক পিএলসি–তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৫ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিটি ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের শীর্ষস্থানীয় এ ব্যাংক অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। গত ৮ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের সংখ্যা নির্ধারিত না হলেও নারী–পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বিশেষভাবে ডিটেকশন টিমের দৈনিক লেনদেন পর্যবেক্ষণ, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও ডাটাবেজ সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় ভালো লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল হবে ঢাকায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং নিয়োগপ্রাপ্তরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধাও পাবেন।

আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক সিটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন: মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি