হিরো আলমের ওপর হামলা: আরও দুজনকে গ্রেপ্তার

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৩ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—মানিক গাজী ও আল আমিন। পুলিশ জানিয়েছে, তারা হিরো আলমের ওপর হামলার মূল হোতা। 

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার(১৯ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁও থেকে মানিক গাজী ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: চারবার প্রধানমন্ত্রী হলেও সম্পদের প্রতি শেখ হাসিনার এত লোভ: বিচারক

ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, মানিক হিরো আলমের কোমর ধরে রেখেছিলেন এবং আল আমিন মারধর করেছিলেন।  

পুলিশ জানিয়েছে, মানিক ও আল আমিনকে রিমান্ডে নিয়ে হিরো আলমের ওপর হামলায় জড়িত অন্যদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, ১৪ থেকে ১৫ জন হিরো আলমের ওপর হামলা করেছে। হিরো আলমের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন: জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড