‘দিনের ভোট রাতে হবে না’: অ্যাটর্নি জেনারেল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫১ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের যে ঐতিহাসিক রায় দিয়েছেন আপিল বিভাগ, তা বাংলাদেশের গণতন্ত্রের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তার দাবি, এই রায়ের পর এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ ভোট দিতে আসবে না—জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আপিল বিভাগের রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চারবার প্রধানমন্ত্রী হলেও সম্পদের প্রতি শেখ হাসিনার এত লোভ: বিচারক

তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, এটি নতুন করে তৈরি বা পরিবর্তন নয়; বরং পূর্বের অবস্থায়ই ফিরে যাওয়া। এটা হ্যাঁ-না ভোট দিয়ে ঠিক করার বিষয় নয়। এটা রিস্টোরড হয়েছে—যেখানে ছিল সেখানেই ফিরে গেল, বলেন তিনি।

ব্যবস্থাটিকে চিরস্থায়ী ভাবার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোরআন বা বাইবেল নয়, যা পরিবর্তন করা যাবে না। ভবিষ্যতে যদি মানুষ মনে করে এই ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে, তাহলে সংসদই নতুন কোনো পদ্ধতি নির্ধারণ করবে।

আরও পড়ুন: জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড

পরবর্তী প্রধান উপদেষ্টা কে—পূর্ণাঙ্গ রায়েই জানা যাবে

অ্যাটর্নি জেনারেল জানান, ফুল জাজমেন্ট প্রকাশ হলে জানা যাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কীভাবে নির্বাচন হবে। তিনি বলেন, পূর্বের মডেল অনুযায়ী হবে, নাকি জুলাই সনদের নির্দেশনা অনুসারে হবে—সবই পূর্ণাঙ্গ প্রতিবেদনে পরিষ্কার হবে।

রায় প্রকাশের পর সংশোধিত সংবিধান নতুন করে ছাপানো উচিত বলেও মত দেন তিনি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। এর কাঠামো ও বাস্তবায়ন কীভাবে হবে, পরবর্তী সংসদ তা নির্ধারণ করবে।