অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ: আপিল বিভাগ
অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনতান্ত্রিক বৈধতা নিয়ে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আইনগত অবস্থান বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে প্রধান করে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা, জয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা
হাইকোর্ট পূর্বে যে আদেশে রিট খারিজ করেছিলেন, আপিল বিভাগ সেই সিদ্ধান্তকে যথাযথ উল্লেখ করে তাতে হস্তক্ষেপ না করার কথা জানান। এ কারণে অন্তর্বর্তী সরকারের গঠনের বিরুদ্ধে আর কোনো আইনি প্রশ্নের সুযোগ থাকছে না বলে জানান আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অপরদিকে রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে আদালতে যুক্তি তুলে ধরেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
আরও পড়ুন: দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয়: চিফ প্রসিকিউটর
রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তের ফলে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ও বৈধতা নিয়ে আর কোনো বিতর্ক অবশিষ্ট থাকলো না।
এর আগে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে রিট দায়ের করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। হাইকোর্ট রিট খারিজ করে মন্তব্য করেন—জনগণের অনুমোদন থাকার কারণে এ সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ নয়। পরে সেই আদেশের বিরুদ্ধেই তিনি লিভ টু আপিল করেন।





