বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গ্রেপ্তার ইনামের তিন দিনের রিমান্ড
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ইনামে হামীমকে (৩১) গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
আরও পড়ুন: হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে ইনামে হামীমকে গুলশান ৮৬ নং রোডের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়। জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। দেহ তল্লাশিকালে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে পাওয়া যায় তিনটি জাতীয় পরিচয়পত্র (ছবিসংবলিত), বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেকবই, দু’টি মোবাইল ফোন এবং একটি ট্রেড লাইসেন্সের কপি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, আসামিকে দুপুর সোয়া তিনটায় আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী শোহেলা পারভীন রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর
রিমান্ড আবেদনে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে নাশকতার উদ্দেশ্যে আসামি ওই স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তিনি নিজ পরিচয় গোপন করে তিনটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেছেন, যা রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া তার ব্যাংক চেকবই, ছবি এবং অন্যান্য কাগজপত্র জালিয়াতি ও নির্বাচনী অপরাধে ব্যবহৃত হতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে।





