কদম রসুল— না শুধুই একটি পাথর, বরং ইতিহাস, ধর্ম ও মানুষের অনুভূতি

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১:২০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:০৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শীতলক্ষ্যার পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি পুরনো দরগা। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সাধারণ একটি স্থাপনা, কিন্তু ভেতরে পা রাখলেই যেন ইতিহাস, ধর্ম আর বিশ্বাসের মিশেলে অন্য এক জগতে প্রবেশ করা যায়। এটি নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকার কদম রসুল দরগাহ শরীফ।

এখানে সংরক্ষিত আছে একখণ্ড পাথর—যাতে খোদাই হয়ে আছে পায়ের ছাপ। স্থানীয়দের বিশ্বাস, এটি মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর পবিত্র কদম মুবারক। কথিত আছে, মিরাজে আরোহণের আগে বোরাকে ওঠার সময় এই পাথরে তাঁর পায়ের ছাপ পড়ে। সাহাবীরা তা সংরক্ষণ করেন, আর সেই স্মৃতি নিয়েই গড়ে ওঠে দরগার আত্মিক যাত্রা।

আরও পড়ুন: স্ট্রোক চেনার সহজ ৩ ধাপ: জীবন বাঁচাতে জানুন S T R

১৫৮০ সালে আফগান নেতা মাসুম খান কাবুলী আরব বণিকদের কাছ থেকে এই পাথর সংগ্রহ করেন। তাঁর ইচ্ছাতেই নবীগঞ্জে নির্মিত হয় এই সৌধ। পরে মুঘল সুবাদার ইসলাম খান, সম্রাট শাহজাহান, এমনকি সুলতান শুজাও এই দরগা দর্শনে এসেছিলেন।

দরগাটি দাঁড়িয়ে আছে ৩০ ফুট উঁচু টিলার ওপর। সামনে এক দৃষ্টিনন্দন দোতলা তোরণ, ভেতরে এক গম্বুজবিশিষ্ট সৌধ। সৌধের নিচে গোলাপজলে ভেজানো ধাতব পাত্রে রাখা পাথরটি এখনো ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কাছে গেলে স্পষ্ট দেখা যায়—কারো পায়ের আঙুলের ছাপ। মনে হয়, সময় থেমে গেছে।

আরও পড়ুন: রঙ ফর্সাকারী ক্রিমে যে ভয়ংকর ক্ষতি হচ্ছে আপনার

তবে সবকিছুই কি নিছক বিশ্বাস? গবেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এ ধরনের নিদর্শন নেই। ইসলামে যেখানে মূর্তিপূজা হারাম, সেখানে পদচিহ্ন কেন পবিত্র?

ঐতিহাসিকরা মনে করেন, ভারতীয় উপমহাদেশে পদচিহ্ন উপাসনার একটি দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস আছে। বৌদ্ধ ধর্মে বুদ্ধের ‘শ্রী পদ’, হিন্দু ধর্মে দেবীর পদচিহ্ন উপাসনা—এসব থেকে প্রভাবিত হয়েই হয়তো “কদম রসুল” ধারণার উদ্ভব।

প্রতি বছর রবিউল আউয়াল মাসে দরগার চারপাশে বসে চার দিনব্যাপী মেলা। ভক্তরা মানত রাখেন—কেউ প্রার্থনা করেন সন্তানের জন্য, কেউ শান্তির জন্য। দরগার খাদেমরা তাদের বংশ পরম্পরায় চালিয়ে আসছেন দরগার খিদমত করে।

ইতিহাসের প্রশ্ন থাকুক, তবু নারায়ণগঞ্জের এই দরগা আজও নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভোরের আজানে, শীতলক্ষ্যার ঢেউয়ে আর মানুষের বিশ্বাসে ভেসে আসে এক অলিখিত সংলাপ। কদম রসুল—না শুধুই একটি পাথর, এটি এক অন্তর্দৃষ্টি; যেখানে ইতিহাস, ধর্ম আর মানুষের অনুভূতি মিশে গেছে এক সুতায়।