শ্রদ্ধাভরে পালিত হলো জাতীয় শোক দিবস

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২২ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২
ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক/ সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক/ সংগৃহীত

বিনম্র শ্রদ্ধায় সারা দেশে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। কালো ব্যাচ ধারণ করে স্বাধীনতার স্থপতিকে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর করতে সরকার কাজ করছে বলে জানান আইনমন্ত্রী।

জাতীয় শোক দিবসে জাতির জনককে শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদনে সোমবার সকাল থেকে নেমেছে শোকাহত মানুষের ঢল।

আরও পড়ুন: এখন ভুল স্বীকার করলেও আওয়ামী লীগের আর সময় নেই: শফিকুল আলম

চট্টগ্রাম নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ম্যুরালে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

চাঁদপুরে জাতীয় সংগীত গেয়ে দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বরিশালের সোহেল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

আরও পড়ুন: বিটিআরসি ভবনে ভাঙচুর: ৫৫ জনের নামসহ অজ্ঞাত ৬০০ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে এক জনসভায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে শাস্তি কার্যকরের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু প্রতিকৃতি ও ম্যুরালে ছেয়ে যায় ফুলেল শুভেচ্ছায়। শ্রদ্ধা নিবেদন শেষে রংপুরে দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ প্রতি শ্রদ্ধা সবাই।

ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী সাইকেল র‌্যালি বের করা হয়। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার রঙ তুলির আঁচড়ে ক্যানভাসে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস।