ঘরে বসেই ১০ টাকার টিকিট কেটে হাসপাতালে যেতে পারবেন চিকিৎসা নিতে

রোগীদের দুর্ভোগ এবং লাইনে দাঁড়ানোর অপেক্ষাকে পরিহার করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ই-টিকেটিং ব্যবস্থা। দেশে চিকিৎসা সেবায় প্রথমবারের মত এটি চালু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ঢাকা এবং আশেপাশের জেলা থেকে হাজার হাজার রোগী আসেন। এসেই সুদীর্ঘ এক লাইনে অপেক্ষা করতে হয় টিকেট কাউন্টারের সামনে টিকেট কাটতে। সেই অপেক্ষার প্রহর শেষ হলে আবার চিকিৎসকের কক্ষের বাইরে অপেক্ষার পালা। এতে রোগীরা অনেক সময়ই দুর্ভোগের শিকার হয়ে থাকে। এই দুর্ভোগ লাঘবের জন্যই এই ইটিকেটিং ব্যবস্থা চালু করা হয়েছে।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
গত ১৯ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ই-টিকেটিং ব্যবস্থার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সাথে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন, পরিচালক, এমআইএস ও. লাইন ডাইরেক্টর, এইচআইএস এন্ড ই-হেলথ।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
এখন থেকে ঘরে বসেই আপনি মোবাইলের মাধ্যমে আপনার এবং আপনার পরিবার পরিজনের জন্য বহিরাগত বিভাগের টিকেট কাটতে পারবেন।
কী আছে এই ই-টিকেটে?
আপনার পছন্দমতো দিনের টিকেট কাটতে পারবেন; আপনার পছন্দমতো সময়ে চিকিৎসকের সাক্ষাৎ এর জন্য টাইম স্লট নিজেই পছন্দ করতে পারবেন; আপনার পছন্দ মত চিকিৎসা বিভাগ (মেডিসিন/সার্জারি /গাইনি এবং অন্যান্য) আপনি নিজেই ঠিক করতে পারবেন; ই-টিকেটের রোগীদের জন্য আলাদা কক্ষ এবং সুনির্দিষ্ট করা থাকবে চিকিৎসক; দেশের প্রচলিত অধিকাংশ অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে সহজেই আপনি টিকেট এর ১০ টাকা মূল্যই পরিশোধ করতে পারবেন।
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে স্মার্ট স্বাস্থ্য সেবার একটি পদক্ষেপ এই ই-টিকেট ব্যবস্থা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত চিকিৎসা সেবায় এই ডিজিটাল ই-টিকেটিং এর সার্বিক কারিগরি সহযোগিতায় ও অর্থায়নে ভূমিকা পালন করছে, স্বাস্থ্য অধিদপ্তরের, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমএইএস) শাখা।
ই-টিকেটিং এর জন্য ক্লিক করুন এই লিংকে