বান্দরবানে বেনজীরের ২৫ একর জমি জিম্মায় নিল জেলা প্রশাসন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৪ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বান্দরবানের জেলা প্রশাসন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের স্ত্রী, কন্যা ও নিজের নামে কেনা ২৫ একর জমি জিম্মায় নিয়েছে। জেলার সুয়ালক ইউনিয়নে অবস্থিত এই জমিগুলো অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, বেনজীরের জমির বৈধতা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। জিম্মায় নেওয়া জমি দেখাশোনার জন্য একজন রিসিভারও নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

মোজাহিদ উদ্দিন বলেন, বান্দরবানে বেনজীরের অবৈধ জায়গা জমি নিয়ে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জিম্মায় নেওয়া জমি দেখভালের জন্য একটি রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটিয়ে জমি ক্রয় করার পাশাপাশি দখল করে নিয়েছেন অনেক দরিদ্র পরিবারের জমিও। এসব জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির বৃক্ষের বাগান, মাছের ঘের, গরুর খামারসহ আলিশান বাগান বাড়ি। দুদকের অভিযানের পর বেরিয়ে এসেছে এসব তথ্য।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা