নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
সোমবার স্খানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে নিউইয়র্কের জেএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গিরা।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
জাতিসংঘের বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের চার্জ দ্যা এফেয়ার্স ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
এর আগে সোমবার ভোরে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গিদের নিয়ে রওনা হন। দোহায় যাত্রা বিরতি করে ফ্লাইটটি নিউইয়র্ক পৌঁছায় রাতে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
ছাত্র-জনতার বিপ্লবের পর ৮ আগস্ট অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পর অধ্যাপক মুহাম্মদ ইউনুসের এটি প্রথম বিদেশে সফর্।
বিমান বন্দরের আনুষ্ঠানিক শেষে প্রধান উপদেষ্টা মোটর শোভাযাত্রা সহকারে গ্র্যান্ড হায়াত হোটেলে যান। নিউিইয়র্ক অবস্থানকালে এই হোটেলে তিনি ও তার সফর সঙ্গিরা থাকবেন।
আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন শনিবার সংবাদ ব্রিফিঙে জানান, এই বছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এবছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ একটি উচ্চ-পর্যায়ের রিসেপশন আয়োজন করছে।
এ রিসেপশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদলের প্রধানগণের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কিছু সরকার বা রাষ্ট্রপ্রধান প্রধান, বিভিন্ন সংস্থা প্রধানবৃন্দ অংশগ্রহণ করবেন।
প্রধান উপদেষ্টার এই সফরের সময়ে নেদারল্যান্ডস, প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএইডের প্রশাসক প্রভৃতির সাথে প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।





