নিজাম উদ্দিন স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিজাম উদ্দিনকে স্থানীয় সরকার পল্লীগণ ও সময় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সচিব পদে পদোন্নতির পর তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় ধরে এই পদ শূন্য ছিল। দেশের গ্রামীণ অবকাঠামশহ গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের সচিব শূন্য থাকায় কার্যক্রমের সমস্যা দিয়েছিল।

আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি

এর আগে গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।


আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার