মাগুরায় সেই শিশুটির জানাজায় যাচ্ছেন এনসিপি নেতারা

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির শীর্ষ কয়েকজন নেতা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান সারজিস আলম।
তিনি লেখেন, ‘আমাদের বোন আছিয়ার জানাজায় আমরা মাগুরা আসছি। নোমানী মাঠে সন্ধ্যা ৭টায় জানাজা অনুষ্ঠিত হবে।’
জানাজায় সারসিজ আলমসহ এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাও অংশ নিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে।
এর আগে সকালে একে একে ৩ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় মাগুরায় ধর্ষণের শিকর ৮ বছরের শিশুটির। দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে। শিশুটির মৃত্যুর খবরে ঢাকা সম্মিলিতি সামরিক হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।