কুনমিং সফর শেষ করলেন বাংলাদেশি সাংবাদিকরা

হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের চিকিৎসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৩৮ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন ২৩ সদস্যের বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দল। সফরের শেষ দিনে (শুক্রবার) তারা কুনমিং টংরেন হাসপাতাল ও কুনমিং আই হাসপাতাল পরিদর্শন করেন এবং উন্নত চিকিৎসা সুবিধা ও রোগী সেবার মান প্রত্যক্ষ করেন।

কুনমিং টংরেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশি রোগীর চিকিৎসা দিয়েছেন এবং ভবিষ্যতে বাংলাদেশি রোগীদের জন্য প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিচ্ছে। হাসপাতালটিতে ৩৭টি ক্লিনিকাল বিভাগ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, বহুমুখী বিশেষজ্ঞ দল এবং আন্তর্জাতিক রোগীদের জন্য মানসম্মত সেবা ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

অন্যদিকে কুনমিং আই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিদেশি রোগীদের জন্য বিশেষায়িত চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং বাংলাদেশি রোগীদের জন্যও সাশ্রয়ী খরচে সেবা দিতে আগ্রহী।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজি কোম্পানি লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। সফরটি ছিল চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা সরকারের আমন্ত্রণে আয়োজিত।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বাংলাদেশ কনস্যুলেট, কুনমিং সফর শেষে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের সারসংক্ষেপ তুলে ধরে।