৮৪ আওয়ামী আইনজীবী কারাগারে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৫
ঢাকা মহানগর দায়রা জজ। ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণের পর জামিন শুনানি সম্পন্ন হয়েছে। এদের মধ্যে ৯ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বাকি ৮৪ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জনই মহিলা আইনজীবী। বাকি একজন বয়স বিবেচনায় জামিন পেয়েছেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর।

আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর মধ্যে রয়েছেন, বারের সাবেক সভাপতি সাইদির রহমাম মামিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিমসহ বারের সাবেক সদস্যরা।

এর আগে, গত ৪ আগস্ট আদালত প্রাঙ্গনে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। ৭ এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই আদালতে আত্মসমর্পণ করলেন ৯৩ আইনজীবী।