গুলশান ক্লাবের কর্মকর্তা সজীবের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৭ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবশেষে বহুল আলোচিত ঢাকার অভিজাত গুলশান ক্লাবের কর্মকর্তা মেহেদী মালেক সজীবের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে ঢাকা মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে আদালত কে ভুল বুঝিয়ে বাদী পক্ষকে ম্যানেজ করে জামিন নিয়েছিল। 

গত ৩০ মার্চ ঈদের রাতে অতিরিক্ত মদ পান করে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে মেরে পালিয়ে যায়। এই বিষয়টি গোপন থাকার পর আল জাজিরা টেলিভিশন অনুসন্ধানী সাংবাদিক প্রবাসী জুলকারনাইন সায়ের সামি ফেসবুক স্ট্যাটাসে প্রায় প্রতিদিনই গ্রেফতার ও বিচার দাবি করে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এতে আলোচনায় আসে গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার রহস্য। প্রবাসী এই সাংবাদিকের অনুসন্ধানের পরেই বনানী থানা পুলিশ সজিবের বিরুদ্ধে মামলা করে উদ্ধার করে চাপা দেওয়া গাড়িটি। এরপর গত সপ্তাহে ১০জন আইনজীবী সহ আদালতে ভিকটিম পরিবারের সদস্যদের নিয়ে জামিন গ্রহণ করা মেহেদি মালেক সজীব।  

আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি

ঢাকার অতিঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ বৃহস্পতিবার এক আদেশে সজীবের জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণ করেছেন। 

অতিঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ, এই দৃঢ় পদক্ষেপের জন্যে সাংবাদিক জুলকারনাইন বিচারকদের বিরুদ্ধে ধন্যবাদ জানান। স্ট্যাটাসে তিনি নিহত নিরাপত্তা কর্মী দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে হত্যাকারী মেহেদি মালেক সজীব যেন উপযুক্ত শাস্তি পায়, সেটাই কামনা করছি।

আরও পড়ুন: ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর চন্দ্র রায়

গাড়ি চাপা দিয়ে এই হত্যাকাণ্ডের পর MAX Secure Limited তাদের নিরাপত্তা কর্মী দীন মোহাম্মদ এর মৃত্যুর বিষয়টি চেপে যান। এই কোম্পানির সাথে হত্যাকারী সজীবের সুসম্পর্ক ছিল। পরবর্তীতে নিরাপত্তা কর্মী দীন মোহাম্মদের গাড়ি চাপায় মৃত্যুর ঘটনায় ৯৮/১০৫ সড়ক পরিবহণ আইন ২০১৮ ধারায়, রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।

দেশের অন্যতম অভিজাত/এলিট শ্রেণীর কেন্দ্রস্থল 'গুলশান ক্লাব' এর বোর্ড সদস্য, মেহেদি মালেক সজীব। যিনি বন্ধু মহলে সাবেক স্পীকার মালেক উকিলের দৌহিত্র হিসেবে পরিচিত।  গত ৩০ মার্চ, চাঁনরাতে ১১.৩০ মিনিটে, বনানীর ১২ নম্বর সড়কে MAX Secure Limited এর নিরাপত্তা প্রহরী; দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান তিনি। সেদিন রাতে গুলশান ক্লাবে প্রচুর মদ্যপান করেছিলেন সজীব। 

গুরুতর আহত দীন মোহাম্মদ ঈদের দিন ভোররাতে এনআইএনএস হাসপাতালে মারা যান। কিন্তু এতকিছুর পরেও বেশ ভাবলেশহীন ভাবে নিজ কন্যাকে নিয়ে গুলশান ক্লাবে ঘটনার ২/৩ দিন পরই সুইমিং এ যান। গতকাল পর্যন্ত এ ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করা হয়, কিন্তু সচেতন নাগরিকদের কারণে বিষয়টি প্রকাশ পায়। 

জানা গেছে, মামলার পরও গুলশান ক্লাবে সজীবকে দেখা যায়, এর পর থেকে  পলাতক অবস্থায় আছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্যে খুঁজছে। সজীব যেন বিদেশে পালাতে না পারে, সে বিষয়ে  ইমিগ্রেশন পুলিশকে অবহিত করা হয়েছে।  সজীবের বন্ধু দেশের বিভিন্ন বিত্তবান ব‍্যবসায়ী, এই অপরাধীকে আশ্রয়  দিয়েছিল।