ঢাকার সিগন্যালে বসছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৫ | আপডেট: ৫:১৮ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুরুত্বপূর্ণ করিডরের সিগন্যালগুলোতে বসানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই)। এর সহায়তায় অযথা হর্ন বাজানো গাড়ির চালককে শনাক্ত করা হবে। সেইসঙ্গে প্রচলিত আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে।

বুধবার (৭ মে) রাজধানীর গুলশান ২ নম্বর সিগন্যালে শব্দদূষণ রোধে নেওয়া এক কর্মসূচির উদ্বোধনে এসব কথা জানান (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই: ড. ইউনূস

তিনি বলেন, শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। জনগণের সচেতনতাই পারে ঢাকা শহরকে শব্দ দূষণের ভয়াবহতা থেকে রক্ষা করতে। 

জনসচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলার সঠিক প্রয়োগের মাধ্যমে শহরের শব্দ দূষণ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব

তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক ব্যবহারে সৃষ্ট শব্দদূষণ কমানোর জন্য সময়সীমা ও নির্দিষ্ট পরিধির সীমাবদ্ধতা রাখতে হবে। বৃদ্ধ, অসুস্থ সর্বোপরি সব মানুষের জন্য শব্দ দূষণ অত্যন্ত ক্ষতিকর।