চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের হামলায় তুলকালাম

জাতীয় চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ন, ০১ জুন ২০২৫ | আপডেট: ৪:৩২ পূর্বাহ্ন, ০১ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। চিকিৎসক ও অন্যান্য কর্মীদের নিরাপত্তাহীনতার কারণে সেবার অনুকূল পরিবেশ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শনিবার (৩১ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়।

আরও পড়ুন: এই ঘৃণ্য কাজে জড়িতদের বিচারে কঠোর আইনগত ব্যবস্থা: প্রধান উপদেষ্টার কার্যালয়

হাসপাতালটির সব সেবা কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে জুলাই গণঅভ্যুত্থানে আহত শতাধিক যোদ্ধা অবস্থান করছেন। শুধু তাদের রান্নার জন্য দু-একজন লোক আছে। এর বাইরে হাসপাতালের কোনো স্টাফ নেই।

এদিকে, সারাদেশ থেকে চোখের চিকিৎসার জন্য আগত রোগীরা সেবা থেকে বঞ্চিত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন।

আরও পড়ুন: আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে সেবাবঞ্চিত সকল রোগীর কাছে দুঃখ প্রকাশ করে বিকল্প হিসেবে অন্যান্য সরকারি হাসপাতালে চক্ষু চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।

চলমান অচলাবস্থা নিরসনে একটি প্রতিনিধি দল চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিনিধি দল আহতদের সাথে আলোচনা করে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উদ্যোগ নিচ্ছেন বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার ইতিবাচক ফলাফলের অপেক্ষায় আমরা আছি। সেবার অনুকূল পরিবেশ নিশ্চিত হলেই হাসপাতালের চিকিৎসাসেবা পুনরায় চালুর সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।