ভোটের সময় বাড়ল ১ ঘণ্টা, তফসিল ঘোষণা করলেন সিইসি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৫ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের ১৬ মাস পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আরও পড়ুন: ভোট পর্যন্ত প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় দুটি ভোটের সময় ব্যবস্থাপনার জন্য ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। এছাড়া ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশনের অধীনে এটিই হবে প্রথম জাতীয় নির্বাচন।

আরও পড়ুন: ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।