সরাইলে মতবিনিময় সভায় উন্নয়ন ভিশন তুলে ধরলেন জেএসডি প্রার্থী তৈমুর রেজা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ।
১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জমকালো পরিবেশে সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরাইল উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গর্তে নিখোঁজ শিশু সাজিদকে উদ্ধার
সভায় তিনি লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। এ সময় তিনি বলেন, “সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। উন্নয়ন হবে সকল মানুষের; সুশাসন ও উন্নয়ন গণমানুষের অধিকার।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক ও সুষম উন্নয়নে গুরুত্ব দেব। বিশেষ করে সরকারি মেডিকেল কলেজ ও সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, শিল্পকারখানা স্থাপন এবং আইন–শৃঙ্খলা উন্নয়নে কাজ করব।”
আরও পড়ুন: কাপাসিয়ায় উপজেলা ব্যাপী ধানের শীষ প্রতীকের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কালী, উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি দিলীপ কুমার ওয়াস্থি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ বিশিষ্ট নেতৃবৃন্দ।





