আগামী কালের কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে: রিজভী

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোকও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী কাল ১ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দল ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের অংশগ্রহণে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে প্রত্যাশা করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন,'আগামীকাল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যে কর্মসূচি রয়েছে আমরা প্রত্যাশা করছি সেখানে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে।এই কর্মসূচি অত্যন্ত সাফল্য মন্ডিত হবে,মহিমান্বিত হবে, এখানে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য সমমাননা দলের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি
সোমবার(৩০ জুন)বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শৃঙ্খলা কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন,'আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। আমন্ত্রিত দলের নেতৃবৃন্দ আমন্ত্রিত শহীদ পরিবারের সদস্যরা এবং তাদের সাথে গুম খুন হওয়া পরিবারের সদস্যরা আসতে পারেন আপনারা তাদের সাথে ভালো ব্যবহার করবেন সবাইকে যথাযথভাবে তাদের আসনে বসাবেন। তিনি আগামীকালের কর্মসুচী সফল করার জন্য নেতাকর্মীদের সহযোগিতার আহবান জানান।
আরও পড়ুন: ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর চন্দ্র রায়
এ সময় উপস্থিত ছিলেন শৃঙ্খলা কমিটির আহবায়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য সচিব আমিনুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মোরশেদ হাসান খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,আমরা বিএনপি পরিবারের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপ কমিটির নেতৃবৃন্দ।