৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৫ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ গড়ার পথে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে আয়োজিত এই উৎসবে ২৬টি মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

উৎসবের মূল প্রতিপাদ্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই আহ্বানে গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হয় ‘তারুণ্যের উৎসব ২০২৫’। প্রথম দফায় চলমান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি। তবে ব্যাপক সাড়া ও অংশগ্রহণের প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উৎসবের মেয়াদ বাড়ানো হয়েছে বছরের শেষদিন পর্যন্ত।

আরও পড়ুন: প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান

তরুণদের মধ্যে ঐক্য, সহযোগিতা, ও আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণা ছড়িয়ে দিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরতা গড়ে তোলা, জাতীয় সম্পদে পরিণত হওয়ার প্রেরণা দেওয়া এবং স্থানীয় উদ্যোগকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরা—এসব ছিল উৎসবের মূল উদ্দেশ্য।

প্রথম পর্যায়ে উৎসবের ১৩ হাজার ৭১১টি ইভেন্টে দেশের ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৩ জন তরুণ-তরুণী সরাসরি অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ২৭ লাখ ৪২ হাজার ১৭১ জন নারী এবং ৪৪ লাখ ২৪ হাজার ৩০২ জন পুরুষ রয়েছেন।

আরও পড়ুন: দাবি না মানলে শনিবার থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রান্তিক খামারিদের

নারীদের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজন করা হয়েছে ২ হাজার ৯৩১টি ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট। এ ছাড়া জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দেশব্যাপী ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে নারীদের ৮৫৫টি ম্যাচে অংশ নিয়েছেন কমপক্ষে ২৫ হাজার ৬০০ জন নারী অ্যাথলেট।

‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর মাধ্যমে বাংলাদেশ তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল, উদ্ভাবনী ও উন্নয়নমুখী জাতি হিসেবে গড়ে তোলার দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। আয়োজকরা আশাবাদী, তরুণদের এই সম্পৃক্ততা দেশ গঠনের পথে অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।