বাংলাদেশ ক্রিকেট নিয়ে বড় সুখবর দিলো আইসিসি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল। চার ম্যাচে টানা চার জয়ের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের।

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে ফর্মের তুঙ্গে থাকা শারমিন আক্তার সুপ্তা ব্যাটারদের র‍্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে উঠে এসেছেন। তাঁর এই ইনিংস বাংলাদেশ দলের ব্যাটিং শক্তিকে নতুন করে জানান দিয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ নারী দল

এদিকে নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২৫ ও ৩৫ রানের কার্যকর ইনিংস খেলে দিলারা আক্তার প্রথমবারের মতো আইসিসির সেরা ১০০ টি-টোয়েন্টি ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন। ৩৩ ধাপ উন্নতির পর তিনি এখন যৌথভাবে ৭০তম অবস্থানে রয়েছেন।

ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে র‍্যাংকিংয়ে এগিয়েছেন সোবহানা মোস্তারিও। শেষ দুই ম্যাচে নিয়মিত রান করায় তিনি ১১ ধাপ এগিয়ে বর্তমানে ৫২তম স্থানে অবস্থান করছেন। পাশাপাশি স্বর্ণা আক্তার ১৭ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৮৩ নম্বরে।

আরও পড়ুন: আমার অধ্যায় শেষ, এখন নতুন প্রজন্মের সময়: ডি মারিয়া

বোলিং বিভাগেও বাংলাদেশি নারীদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে এখন ৩০তম স্থানে। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ উন্নতি করে ৫৪তম স্থানে উঠে এসেছেন। এছাড়া নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে মোট চার উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ উন্নতি করে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ১৪তম স্থানে রয়েছেন।

বিশ্বকাপ বাছাইপর্বে এই সাফল্য শুধু মাঠের ফলাফলে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নারী ক্রিকেট দলের অবস্থানকে আরও শক্তিশালী করছে। ধারাবাহিক পারফরম্যান্স অব্যাহত থাকলে ভবিষ্যতে র‍্যাংকিংয়ে আরও বড় অর্জনের অপেক্ষায় টাইগার নারী