বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ নারী দল
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে নেদারল্যান্ডস। এই ফলাফলের ফলে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার সিক্স পর্বে এখনও দুটি ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো টাইগ্রেসদের।
এর আগে বাছাই পর্বে টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে বিশ্বকাপে খেলার পথে অনেকটাই এগিয়ে ছিল বাংলাদেশ। নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়।
আরও পড়ুন: আমার অধ্যায় শেষ, এখন নতুন প্রজন্মের সময়: ডি মারিয়া
বুধবার (২৮ জানুয়ারি) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান তোলে। এরপর বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গড়ায়নি। ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারানো হয় নেদারল্যান্ডসকে।
এই জয়ের মাধ্যমে নেদারল্যান্ডসও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। নেদারল্যান্ডসের মতোই সমান ৬ পয়েন্ট থাকায় বাংলাদেশের বিশ্বকাপ টিকিটও নিশ্চিত হয়।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট নিয়ে বড় সুখবর দিলো আইসিসি
বাছাইপর্ব থেকে বাকি দুটি দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।
উল্লেখ্য, আগামী জুন-জুলাই মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।





