সকল ক্যাডারে ফ্যাসিস্ট দোসরদের অপসারণের দাবি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের
সকল ক্যাডারে ফ্যাসিস্ট দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ এবং বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে "বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম"।
শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থান ২৪-এর সমন্বয়ক ও সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে সরকার ১০ জুলাই ২০২৫ তারিখে কুখ্যাত ও বিতর্কিত ১৮ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করেছে, যা প্রশংসনীয় পদক্ষেপ।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
এদের মধ্যে অন্যতম হলেন সাবেক মুখ্য মহানগর হাকিম, ঢাকা ও আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব বিকাশ কুমার সাহা। ফোরামের দাবি, এসব বিচারক ফ্যাসিস্ট সরকারের নির্দেশে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে প্রহসনমূলক বিচার পরিচালনা করে অবিচার প্রতিষ্ঠা করেছেন।
বিবৃতিতে বলা হয়, “এই বিবেকহীন, সুবিধাবাদী ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ করায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
তবে সংগঠনটি দাবি করেছে, শুধু অবসর দিলেই চলবে না—এই বিচারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে যারা এখনও জনপ্রশাসনে থেকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সরকারের কার্যক্রমে বাধা দিচ্ছে, তাদেরকেও অপসারণ করে আইনানুগ ব্যবস্থায় আনতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, “জনপ্রশাসনে কর্মরত অন্যান্য ফ্যাসিস্ট দোসর, দুর্নীতিবাজ কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন প্রকল্প ও সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী চুক্তিভিত্তিক বিতর্কিত কর্মকর্তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণ ও চুক্তি বাতিল করা জরুরি।”
ফোরাম মনে করে, এই ধরনের কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ না নিলে প্রশাসনের কাঠামোতে ফ্যাসিস্ট প্রভাব থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তাই জাতীয় স্বার্থে ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।





