কর্মস্থল থেকে উধাও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ছবিঃ সংগৃহীত
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— এডিসি মো. রওশানুল হক সৈকত, এডিসি মো. তৌহিদুল ইসলাম, এসি মো. গোলাম রুহানী ও এসি মফিজুর রহমান পলাশ।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তা সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ অনুযায়ী পলায়ন ও অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাদের অনুপস্থিতির তারিখ থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
এ নিয়ে মোট বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তার সংখ্যা দাঁড়াল ২১ জন।