টহল কার্যক্রম জোরদারে ২০ নতুন গাড়ি পেল ডিএমপি, যুক্ত হবে ২০০টি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৫৩ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা আরও বাড়াতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি ডিএমপির বহরে যুক্ত করা হবে।

বুধবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব গাড়ি হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি ডিএমপির কর্মকর্তাদের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন।

এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে প্রতীকীভাবে গাড়ির চাবি গ্রহণ করেন।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

ডিএমপি সূত্র জানায়, নতুন এই ডাবল কেবিন পিকআপগুলো রাজধানীতে টহল কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বহুগুণ বাড়াবে।

সূত্রটি আরও জানায়, ধাপে ধাপে বাকি ১৮০টি গাড়িও ডিএমপিতে যুক্ত করা হবে, যা শহরের নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।