ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের উদ্দেশে উড্ডয়ন করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুসারে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে 'স্ট্যাটিক গার্ড অব অনার’ প্রদান করা হয়। সামরিক বাহিনীর একটি চৌকস দল তাকে এই সম্মান জানায়।

ঢাকা সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর একটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত, অন্যটি ইন্টারনেট সংযোগ ও ব্যান্ডউইডথ সহযোগিতা সংক্রান্ত।

আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, সংযোগ, স্বাস্থ্য, ইন্টারনেট, শিক্ষা ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়।

এছাড়া তিনি রাষ্ট্রীয় সংবর্ধনা, বৈঠক ও অন্যান্য নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। ভুটানের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।