নবীনগরে বিএনপির বিশাল জনসভা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর-৫ আসনের মনোয়নকে কেন্দ্র করে বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। বিএনপি’র মনোনীত প্রার্থী তার প্রার্থীতা বহাল ও বঞ্চিত প্রার্থীরা মনোযোগ পরিবর্তনের দাবিতে পাল্টাপাল্টি মিছিল সভা সমাবেশের ফলে রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয় নিশ্চত করার লক্ষে জনসভা করেন নবীনগর আসন থেকে দলের মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মান্নান। জনসভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে থেকে আগামী ধানের শীষের কান্ডারি মান্নান ভাই, মান্নান ভাই শ্লোগানে ব্যানার ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মীদের আগমনে বিশাল স্কুল মাঠটি কানায় কানায় ভরে উঠে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, আমি কোন চাঁদাবাজ না, কোন সন্ত্রাসী নই, অবৈধ বালু ব্যবসায়ী নই, কোন দখলবাজ নই, ৪০ বছর রাজনৈতিক জীবনে সৎ ও নিষ্ঠার সাথে দল ও জনগণের জন্য কাজ করেছি, যার প্রমাণ আজকের এই জনসভা, জনগণের পদচারণায় পুরো মাঠ কানায় কানায় ভরে গেছে, জনগণ যে আমাকে এত ভালবাসে তা বুঝিনি, আমি ঋণী আপনাদের কাছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনে বুঝে ইতিহাস ঘেটে মনোনয়ন দিয়েছেন, যারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ও দলের সিদ্ধান্তকে উপেক্ষা করছেন তারা দলকে ভালবাসেন না”।
এতে পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
ইতোপূর্বে গত বুধবার এই সরকারি হাইস্কুল মাঠে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় দ্বিধা বিভক্তি বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী একই মঞ্চে উঠেছেন, তাদের দাবী এ সাতজনের যে কোন একজনকে মনোনয়ন দিতে হবে। মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা হলেন, তকদির হোসেন মোহাম্মদ জসিম, সায়েদুল হক সাইদ, সালাহ উদ্দিন ভূইয়া শিশির, কাজী নাজমুল হোসেন তাপস, নাজমুল করিম, কেএম মামুন অর রশিদ, এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু।





