ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতা জরুরি: করণীয় জানালো ফায়ার সার্ভিস

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৩ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পসহ একাধিক কম্পন অনুভূত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এমন পরিস্থিতিতে ভূমিকম্প চলাকালীন কীভাবে নিরাপদ থাকা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রবিবার (২৩ নভেম্বর) সংস্থাটির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ভূমিকম্পের সময় সবাইকে শান্ত থাকা এবং ঝুঁকি কমাতে নিচের করণীয়গুলো মেনে চলার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

ভূমিকম্পের সময় করণীয়

১. ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকুন। ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা স্থানে আশ্রয় নিন।

আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা

২. বহুতল ভবনে অবস্থান করলে Drop–Cover–Hold পদ্ধতি অনুসরণ করুন— নিচু হোন, শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন ও ভালোভাবে ধরে থাকুন। কলাম বা বিমের পাশে দাঁড়ানোও নিরাপদ। মাথা বালিশ বা কুশন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

৩. ভূমিকম্পের সময় লিফট ব্যবহার না করার অনুরোধ জানানো হয়। কম্পন থামার পর দ্রুত বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ বন্ধ করতে বলা হয়েছে।

৪. বারান্দা, জানালা, আলমিরা, বুকশেলফ বা ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া টর্চ, হেলমেট, জরুরি ওষুধ ও বাঁশি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়।

৫. বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি বা ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে দূরে খোলা জায়গায় আশ্রয় নেওয়া নিরাপদ।

৬. গাড়িতে অবস্থান করলে ওভারব্রিজ বা ফ্লাইওভার থেকে দূরে গাড়ি থামিয়ে কম্পন থামা পর্যন্ত ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হয়।

৭. প্রথম ভূমিকম্পের পর পুনরায় কম্পন হতে পারে— তাই ক্ষতিগ্রস্ত ভবন বা অবকাঠামোর কাছে না যাওয়ার সতর্কতা জানিয়েছে ফায়ার সার্ভিস।

৮. সবার সচেতনতা ও প্রস্তুতিই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস হটলাইন ১০২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।