বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় সরকারের উদ্যোগ: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময়ে সম্পাদিত বিদ্যুৎকেন্দ্র-সংক্রান্ত দেশি ও বিদেশি সব চুক্তি পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিগত সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছিল। সেসব চুক্তিতে কিছু অসম শর্ত ছিল। এসব চুক্তি পর্যালোচনার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। আমরা সে অনুযায়ী এগোচ্ছি এবং এর জন্য প্রয়োজনীয় আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি

চুক্তিগুলোর মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধনেরও ইঙ্গিত দেন তিনি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, “বিদ্যুৎখাতে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনার অংশ হিসেবে এসব চুক্তি যাচাই-বাছাই করা হবে, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।”

আরও পড়ুন: ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর চন্দ্র রায়

অর্থনীতির অন্যান্য দিক নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন জানান, দেশের খাদ্য মজুত পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক। তিনি বলেন, “আমরা কী কী খাদ্যশস্য কিনব, তা নির্ধারণ করে দিয়েছি। সবচেয়ে বেশি বোরো ধান কেনা হয়, এরপর আমন এবং সবচেয়ে কম কেনা হয় আউশ। সরকার বাজারে মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে যাতে দামের অস্বাভাবিক ওঠানামা না ঘটে।”

এ সময় তিনি আরও জানান, রাজধানীতে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এটি আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। জাদুঘর নির্মাণে বরাদ্দ অর্থের অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

সরকারের এই পদক্ষেপগুলোকে ভবিষ্যত আর্থিক ও জ্বালানি নিরাপত্তার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা।