জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে কেউ ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ

গোপালগঞ্জে কারফিউ চলাকালীন জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।”
তিনি আরও জানান, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটর করা হচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।”
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ের সংঘর্ষ ও অস্থিরতার কারণে জননিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।