বিমান বিধ্বস্তের খবর শুনেই তুরস্ক সফর বাতিল, দেশে ফিরে আহতদের দেখতে হাসপাতালে বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরে তুরস্ক সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সফর বাতিল করে তিনি সরাসরি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে যান।
বিমান বাহিনী প্রধান বলেন, “সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সবধরনের সহায়তা দিয়ে যাচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আহতদের জন্য প্রয়োজনীয় সমন্বয় করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৫ লাখ আনসার–ভিডিপি দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক প্রকাশ করে বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা যে মূল্যবান প্রাণ হারিয়েছি, তা কখনো পূরণ হবার নয়।”
বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড শেষে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ এক ব্রিফিংয়ে তিনি বলেন—
আরও পড়ুন: বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস আজ
“দেশের এই ক্রান্তিলগ্নে অপপ্রচারে কান না দিয়ে ধৈর্য ধরুন। বিভিন্ন হাসপাতালের নিহত ও আহতদের পরিসংখ্যান আইএসপিআরের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া হবে।”
এসময় তিনি আরও জানান, “দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তা সর্বোচ্চ স্বচ্ছতা ও গুরুত্বের সঙ্গে পরিচালিত হবে।”
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান ২১ জুলাই সরকারিভাবে তুরস্ক সফরে যান। তুরস্কের বিমানবন্দরে অবতরণের পরেই দুর্ঘটনার খবর পেয়ে তিনি ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে আসেন।





