মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের সহায়তায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বৈঠকের শুরুতেই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
নিহতদের পরিবার ও আহতদের জন্য পূর্ণ চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। মাইলস্টোন স্কুলের নিহত দুই শিক্ষক মাহেরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হবে। ২৫ জুলাই শুক্রবার দেশব্যাপী সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয় বিষয়টি সমন্বয় করবে।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বীর উত্তম একে খন্দকার বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। এতে ৩২ জন প্রাণ হারান, আহত হন প্রায় ১৫০ জন। নিহতদের মধ্যে দুইজন ছিলেন মাইলস্টোন স্কুলের সম্মানিত শিক্ষক।
সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা ও শিক্ষকদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা